আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৬:০৪
অ- অ+

আসন্ন কোরবানি ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারিদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ড ভিত্তিক ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে বলে সভায় জানানো হয়।

এছাড়া প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, শহর পরিচ্ছন্নতায় যারা দিন রাত পরিশ্রম করেন তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এবং সিটি করপোরেশনের জনবল সংকট উত্তরণে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে।

তিনি সভায় কোরবানির বর্জ্য যথাসম্ভব দ্রুততার সাথে অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

(ঢাকা টাইমস/২৮মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছে: আমিনুল হক 
বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক
রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন ২০২৫ অনুষ্ঠিত 
মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা