লাখো মানুষের ঢল

বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৬:১৮
অ- অ+

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করেছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় ৩৭ মিনিটে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হওয়া বাংলাদেশের হাফেজ বশির আহমদ।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সমাবেশ শুরুর আগে প্রায় দুই ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সমাবেশের মানুষের সমাগম নয়া পল্টন উপচে পড়ে রাজধানীর মৎস্যভবন, কাকরাইল, প্রেস ক্লাব, পল্টন, দৈনিক বাংলার মোড়, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, শাহাজানপুর, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট- চার বিভাগের নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত আছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

এদিন বেলা বাড়ার সাথে সাথে নয়া পল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন। নেতাকর্মীদের মাথায় লাল, হলুদ ও সবুজ রঙের টুপি দেখা গেছে।

নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।

নয়া পল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আশপাশের সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

(ঢাকা টাইমস/২৮মে/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক
রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন ২০২৫ অনুষ্ঠিত 
মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
টিকটকে পরিচয়, আবাসিক হোটেলে নিয়ে খুন, অতঃপর... 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা