অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৫, ১০:৫৭| আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:০৭
অ- অ+

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোংলায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ।

রবিবার বিকাল ৫টার দিকে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, জনসাধারণের অধিকার রক্ষা, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় এসব পরিবহনের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত পরিবহন প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
আদালতের নির্দেশনা পেলে সাবেক আইজিপি মামুনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: কারা অধিদপ্তর
জিএম কাদের একজন কর্তৃত্ববাদী: ব্যারিস্টার আনিস
‘পবিত্র পানি’ ছিটিয়ে শারীরিক স্পর্শ, ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা