পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ০১:৫০
অ- অ+

পদ্মা সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার বাসের ১ জন যাত্রী নিহতসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার রাত ১১টার দিকে মাওয়া প্রান্তে ঢাকামুখী অ্যাপ্রোচে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পদ্মা সেতুর ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। এতে সেতুতে তৈরি হয় দীর্ঘ যানজট।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, মাওয়াগামী ট্রাকটি পিলারের কাছে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় একই লেনে থাকা ইমাদ পরিবহনের বাস পেছন থেকে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই রাকিব সমাদ্দার নামের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১৩ জন আহত হন।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের সুযোগ দিল মাদরাসা বোর্ড
রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৯৩
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা