অহংকারী এবং ঔদ্ধত্য শেখ পরিবারের রাজনীতিকরা: মোনায়েম মুন্না

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ২১:২৫
অ- অ+

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেন নাই। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সোমবার বিকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, ‘বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে তাদের ধরতেন, সেইভাবে কেন আওয়ামী লীগের নেতাদের ধরছেন না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গুন্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।‘

তিনি বলেন, ‘এই ফরিদপুরে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের জন্ম। এই ফরিদপুরে শেখ পরিবারের যেসব রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, লিটন চৌধুরীই বলেন আর নিক্সন চৌধুরীই বলেন, তারা সকলেই অহংকারী এবং ঔদ্ধত্য।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেধন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা