চাঁদপুরে আবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৩:৪৭
অ- অ+

চাঁদপুরে নতুন করে বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত অক্টোবরের চেয়ে নভেম্বর মাসে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১৭ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৫ জনসহ মোট ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শহরের পুরানবাজার এলাকার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বেশি। অনেকেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে নিজের এলাকায় এসে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে অক্টোবর মাসে ১৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নেয়। নভেম্বরে ১৯ দিনেই চিকিৎসা নিয়েছেন ৮৭ জন। নারীর চেয়ে পুরুষেরাই বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে।

সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্যমতে, অক্টোবরে ৪০১ জন চিকিৎসা নিলেও নভেম্বরে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ২৫৩ জন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে মানুষকে সচেতন হওয়ার এবং আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শারমিন নামের এক গৃহবধূ। তিনি জানান, তার শ্বশুর-শাশুড়ি ও ননদ সবাই ডেঙ্গুতে আক্রান্ত। তারা ঢাকার কেরানীগঞ্জে আক্রান্ত হন।

শারমীন বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে চিকিৎসা জন্য বাড়ি চলে আসি। তারপর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হই।

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার সোহেল বেপারী তার ডেঙ্গ আক্রান্ত স্ত্রী ও বোনকে নিয়ে এসেছেন হাসপাতালে। তিনি বলেন, পুরান বাজার এলাকার অধিকাংশ লোকই ডেঙ্গুতে আক্রান্ত। চাঁদপুর পৌরসভা ঠিকভাবে ওষুধ ছিটায় না। তারা ঠিকভাবে কাজ করলে ডেঙ্গুর উপদ্রব কিছুটা কমে আসত।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের সব ধরনের মেডিসিন পর্যাপ্ত আছে। এ ছাড়া স্যালাইন ও অন্যান্য ওষুধপত্র ঠিকঠাক আছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা