মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ আটক ৫

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামের বগাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসতঘর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪ পিস ইয়াবা, ১৫ হাজার ৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতর হলেন- ওই এলাকার আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮), আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)।

হোমনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। এ অভিযান শেষ হয় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা