বরিশালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫
অ- অ+

কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও গোপালগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং দ্বিতীয় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরিশালের বিডিএস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা।

এসময় কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো. মোমতাজ উদ্দিন, খুলনা বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উত্তম গ্রাহক সেবা প্রদান এবং সেই সাথে চলমান কর্মসূচিতে সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বরিশাল বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শাখা ব্যবস্থাপক ও প্রত্যেক সহকর্মীদের প্রতিবছর ন্যূনতম একজন গ্রাহককে পূর্ণ স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। এর ফলে ধীরে ধীরে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাড়া দেশে ব্যাপক সাড়া পড়বে।

তিনি বরিশাল অঞ্চলে যেখানে প্রচুর শস্য উৎপাদিত হয় সেখানে ফসল প্রক্রিয়াকরণ শিল্পে ঋণ প্রবাহ বৃদ্ধি করে কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানান।

বরিশালের জেলা প্রশাসক কর্মসংস্থান ব্যাংককে গ্রিণ ফাইন্যান্স ও চাল প্রক্রিয়াকরণে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা