যুবদল নেতা শামীম হত্যা: পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান শুনানি শেষে এ আদেশ দেন।
গত সোমবার রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়, যাতে বাবুল সরদার আসামি।
ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস
মন্তব্য করুন