ঢাকাসহ বিশ্বের তিন শহরের বায়ু ‘বিপজ্জনক’ পর্যায়ে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১০:১২
অ- অ+

গতকাল রবিবার প্রায় বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিল ঢাকার বাতাস। ওইদিন সকাল ৯টা ৩৬ মিনিটে ৩০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে রাজধানী শহরটি, বায়ুমানের দিক থেকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। আর এক স্কোর বাড়লেই ‘বিপজ্জনক’ অবস্থানে পৌঁছতো। তবে একদিন পর সোমবার ‘বিপজ্জনক’ হয়ে উঠেছে নগরীর বাতাস।

সোমবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে দেখা গেছে, ঢাকার স্কোর ৩২০। তবে অবস্থানের দিক থেকে তৃতীয়।

তালিকায় এখন শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৬৩। দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনার সারাজেভো। শহরটির স্কোর ৩৩৬, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

সকাল ১০টার সূচকে চতুর্থ স্থানে দেখা গেছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ২৪২; পঞ্চম স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৮৯।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা