বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই
এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। সোমবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই শুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত আটটার দিকে চট্টগ্রাম শহরের হামজারবাগস্থ মোমিনবাগ অনির্বাণ ক্লাব প্রাঙ্গণে কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। কয়েক বছর আগে আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআই/এমআর)
মন্তব্য করুন