চাঁদপুরে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু
চাঁদপুরে পুকুরে গোসল করতে গিয়ে গলায় জড়িয়ে ধরে দুই স্কুলছাত্রী মামাত-ফুফাত বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শহর মালী এলাকার দাসাদী গ্রামের আখন্দ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) মো. বেলায়েত হোসেন।
এলাকাবাসী ও নিহতের আত্মীয় শরীফ গাজী জানান, দুপুরে চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়ার নান্নু মিজির মেয়ে লেডী প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার ও দাসাদী এলাকার আখন্দ বাড়ির মো. ফজলুল হক আখন্দের মেয়ে তরপুর চন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার মামাতো-ফুফাতো দুই বোন বাড়ির পুকুরে গোসল করতে নামে। এক বোন নাহিদা আক্তার সাঁতার না জানায় তলিয়ে যাচ্ছিল, অপর বোন রিয়া আক্তার তাকে বাঁচাতে গিয়ে পুকুরের গভীরে পানিতে তলিয়ে যায়। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে দুই বোন গলায় জড়িয়ে ধরা অবস্থায় পুকুরে ভেসে উঠে। তাৎক্ষণিক এলাকাবাসী ও স্বজনরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক ১টার দিকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন