নারায়ণগঞ্জে জোটের একক প্রার্থী চায় আ.লীগ, কথা দেয়নি জাসদ

তানিম আহমেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২৪
অ- অ+

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে জোটগতভাবেই। জোটের শরিক কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও এলডিপির কামাল প্রধান প্রার্থিতা জমা দিলেও তারা তা প্রত্যাহার করে নেবেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদ এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অটল। এই অবস্থায় দলটিকে প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দল। তবে কথা দেয়নি জাসদ।

সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেন বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

নাম প্রকাশ না করার অনুরোধ করে এক নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন কাদের ভাই। এছাড়াও আমাদের যদি কোন প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের কথা বলেন।’

তবে ওবায়দুল কাদেরের অনুরোধের পরও জাসদ নেত্রী শিরিন আক্তার কোনো কথা দেননি। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন। তিনি জানান, রবিবার ১৪ দলের বৈঠকে আলোচনার পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

জানতে চাইলে শিরিন আখতার ঢাকাটাইমসকে বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। তবে নির্বাচন অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। আগামী সোমবার প্রতীক বরাদ্দ হলে তিনি প্রচারে নামবেন।

১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/টিএ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা