২০দলের বৈঠকে জামায়াতসহ চার দলই নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:০৮| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৯
অ- অ+

মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে ২০দলের মহাসচিব পর্যায়ের বৈঠকটি পূর্ব নির্ধারিতই ছিল। সে অনুযায়ি সব দলের মহাসচিবদের কাছে বৈঠকের খবরও পৌঁছানো হয়। নির্দিষ্ট সময় বৈঠক শুরু হলেও জামায়াতসহ শরিক চারটি দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। বিষয়টি নিয়ে বৈঠকের মধ্যে নেতাদের মধ্যে কানাঘুষাও হয়। তবে এ নিয়ে বৈঠকে কেউ কোনো কথা বলেননি।

বৈঠকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে জোটের পক্ষ থেকে সর্বাত্মকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করার সিদ্ধান্ত হয়। এজন্য জোটের শরিক জাতীয় পার্টির (জাফর)মহাসচিব মোস্তফা হায়দার জামালকে সমন্বয়কারী ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াকে সদস্য সচিব করে তিনটি টিম করা হয়।

টিমের সদস্যরা নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে।

আজকের বৈঠকের পর সংবাদ সম্মেলনের শুরুতে সবার পরিচিতি তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমনটা জানিয়ে রিজভী উপস্থিত সবার নাম বলেন।দাবি করেন, বৈঠকে জামায়াতের প্রতিনিধি ছিলো।

পূর্বনির্ধারিত ২০দলের মহাসচিবদের বৈঠকে জামায়াতসহ চারটি দলের কোনো প্রতিনিধি অংশ নেয়নি। বাকিদলগুলো হলো-লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),মুসলিম লীগ সাম্যবাদী দল।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম খান, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন একরাম, পিপলস লীগের সাধারণ সম্পাদ সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, খেলাফত মজলিসের শফিক উদ্দিন আহমেদ, ইমলামিক পার্টির আবুল কাশেম প্রমুখ।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/বিইউ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা