মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলায় রাজবাড়ীতে বিক্ষোভ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরতম গণহত্যা, গণধর্ষণ ও পৈশাচিক নির্যাতন বন্ধের প্রতিবাদে রাজবাড়ী জেলা কওমী মাদরাসা উলামা পরিষদ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় আজাদী ময়দানে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এম.এ খালেক, জেলা কওমী মাদ্রাসা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ মোল্লা, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মুসা, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ওলিউর রহমান, যুগ্ম সম্পাদক আইয়ুব আনসারী, হোগলাডাঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি নুর মোহাম্মদ মিয়া, সাবেক সভাপতি ক্বারী আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সূচির নোবেল পুরস্কার ছিনিয়ে নেয়া এবং রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশের সীমানা খুলে দেয়ার দাবি জানান।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন