মুন্সীগঞ্জে বিশ্বশান্তি কামনায় হোমযজ্ঞ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:১৮
অ- অ+

মুন্সীগঞ্জ সদরের উপজেলার দেওভোগ বাজারস্থ মাধব দেব নাথের বাড়িতে পূর্ণব্রক্ষ্ম নামযজ্ঞ ও বিশ্বশান্তি কামনায় সনাতন ধর্মালম্বীদের হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তপোবন সংঘ জেলা শাখা এই হোমযজ্ঞের আয়োজন করে।

তপোবন সংঘের জেলা শাখার সভাপতি লক্ষ্মণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীগঞ্জের তপোবন আশ্রমের সাধু গুরুরা উপস্থিত ছিলেন।

এ সময় হরি ওঁ তৎসৎ ওঁ নমো ভগবতে সুরেশ্বরায় প্রার্থনায় হাজার হাজার ভক্ত উপস্থিত হয়ে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন। মানবকুলের রক্ষার্থে সৃষ্টি করেছেন বহু তপোবন আশ্রম। স্বামীজীর প্রতিষ্ঠিত তপোবন আর্যঋ কৃষ্টি ও সনাতনী ভাবধারায় অষ্টবিংশতী বার্ষিক পূর্ণব্রক্ষ্ম নামযজ্ঞ, শ্রী শ্রী হোমযজ্ঞ ও ধর্ম সভার আয়োজন করে।

বিশ্বের সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এ জন্য সনাতন ধর্মাবলী হোমযজ্ঞ করা হয়।

গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, ধর্মসভা, সঙ্গীতানুষ্ঠান, সমবেত উপাসনা, মঙ্গলঘট স্থাপন ও শ্রী শ্রী গীতা হোমযজ্ঞের অধিবাস দিয়ে শেষ হবে এ অনুষ্ঠান। এছাড়া সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
প্রকৃতি ঠিক রেখেই পার্বত্য চট্টগ্রামের বাস্তবমুখী উন্নয়ন করা হবে: সুপ্রদীপ চাকমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা