খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৩
অ- অ+

খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে জেলা শহরের গরুবাজারস্থ খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিল টাইমস টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

সভায় হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম এর আব্দুল্লাহ আল-মামুনকে আহবায়ক ও সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মো. মাইনউদ্দিনকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাধীন বাংলা টুয়েন্টিফোর ডটকম-এর মো. আব্দুর রউফ, প্রভাতের ডাক ডটকম-এর মনিরুল ইসলাম মাহিম, আমার বার্তা ডটকম-এর মো. এরশাদ হোসেন চৌধুরী ও রাহাত বার্তা ডটকম এর সৈয়দ মো. গোলাম মোরশেদ।

সভায় আগামী ১ মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের দাপটে কোণঠাসা ইংল্যান্ড
সংবিধান সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব শিহাব উদ্দীন
যে কারণে কাউন্সিল পেছালো এবি পার্টি
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন, সরকারকে ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা