খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন
খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে জেলা শহরের গরুবাজারস্থ খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিল টাইমস টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাধীন বাংলা টুয়েন্টিফোর ডটকম-এর মো. আব্দুর রউফ, প্রভাতের ডাক ডটকম-এর মনিরুল ইসলাম মাহিম, আমার বার্তা ডটকম-এর মো. এরশাদ হোসেন চৌধুরী ও রাহাত বার্তা ডটকম এর সৈয়দ মো. গোলাম মোরশেদ।
সভায় আগামী ১ মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন।
(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন