পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় ফেরি চলতে না পারায় ট্রাক ও কোচ নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। নৌ দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে কুয়াশায় ফেরি চলতে না পারায় উভয়ঘাটে আটকে আছে কয়েকশ যানবাহন। এ কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। দুর্ভোগে পড়েছেন দুই পাড়ে অপেক্ষমান এসব গাড়ির যাত্রীরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
প্রতিবছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হয়। কয়েক দিন আগেও পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ/এমআর)
মন্তব্য করুন