উপকরণ পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:০৮
অ- অ+

মাদারীপুরে সোমবার বিকালে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, কানের শ্রবণযন্ত্র ও ছাগলসহ নানা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমতা মানব উন্নয়ন প্রচেষ্টার পরিচালনায় প্রতিবন্ধী পরিবারের মাঝে পাঁচটি হুইল চেয়ার, সাতটি ছাগল ও দুটি কানের শ্রবণযন্ত্র দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির, জেলা সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। সভার সার্বিক পরিচালনায় ছিলেন সমতা মানব উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোময়রা লতিফ পান্না।

পরে জেলা প্রশাসক সমতা মানব উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সেই সাথে এসব মানব উন্নয়নে সংস্থার সম্পৃক্ততাকে সাধুবাদ জানান। এসব উপকরণ পেয়ে অসহায় গরিব পরিবারগুলোর মাঝে হাসি ফুটে উঠে।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরিয়ায় বাশারের বাবা হাফিজের কবরে আগুন দিলো বিদ্রোহীরা
কেনাকাটার জন্য বেরোনোর আগে জানুন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা