চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁওয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদ ফকির (৮০) ও আরোহী হৃদয় (১৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহী শান্ত (১৬) ও রাতুল (১৭)।
বুধবার রাতে ঢাকিরগাঁও কাজলী সিনেমা হলের সামনে মতলব-পেন্নাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ ফকির ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা এবং রাতুল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত শান্ত ঢাকিরগাঁও গ্রামের আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে এবং রাতুল আবুল হোসেনের ছেলে।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হৃদয়, শান্ত ও রাতুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় যাচ্ছিল। দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী হামিদ ফকিরের এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।
অপর আহত দু’জনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হামিদ ফকিরের লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন