শরীয়তপুর জেলা পরিষদের জনপ্রতিনিধিদের প্রথম সভা
শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে ১৫জন পুরুষ সদস্য ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে এই সভা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে পুজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুর জেলা পরিষদকে ডিজিটাল জেলা পরিষদে রূপান্তর করব। আমাকে সবাই সহযোগিতা করবেন। সবাই এগিয়ে এলে এবং মতামতেরভিত্তিতে এই ডিজিটাল বাংলায় ডিজিটাল পরিষদ করা সম্ভব।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রকৌশলী তৈয়বুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরসহ জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন