সাংবাদিক শিমুল হত্যায় মাদারীপুর মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুর হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
বিএমএসএফ’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর প্রেসক্লাবের সামনে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহজাদপুরের নির্ভিক সাহসী সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা ঘটনার সাথে জড়িতদের তাড়াতাড়ি গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে সংগঠনটির জেলার নেতারা।
মানববন্ধনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন আজিজ করেন।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন