সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কুভিকসাসের মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের শর্টগানের গুলিতে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল (৪৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।
রবিবার কলেজের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুভিকসাসের আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন আকাশের সঞ্চালনায় কুভিকসাসের আহ্বায়ক তৈয়বুর রহমান সোহেল সভাপতিত্বে বক্তব্য রাখেন কুভিকসাসের যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পাস বার্তার সম্পাদক আলাউদ্দিন আজাদ।
এ সমসয় উপস্থিত ছিলেন কুভিকসাসের সদস্য আর কে নিরব, মাসুদ আলম, এম. বিল্লাল হোসেন, আজিম উল্লাহ হানিফ, তাকলিমা আক্তার হৃদি, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানবন্ধনে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন- জনপ্রতিনিধির হাতে দিবালোকে নৃশংসভাবে সাংবাদিক হত্যা সাংবাদিকদের জন্য হুমকি স্বরূপ। তারা বলেন- সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আজ যখন সাংবাদিকরা অন্যায়ভাবে নিহত হচ্ছে, তখন বলতেই পারি এটি গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। অন্যথায় কুভিকসাস কঠোর আন্দোলনের ঘোষণা দেবে।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন