পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নাম বদলে শিক্ষার্থীরা দিলেন ‘বিজয়-২৪’

পবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০৮| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
অ- অ+

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ‘ বিজয়-২৪ হল’ দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুনভাবে বিজয়-২৪ হল এর নাম যুক্ত ব্যানার টানায়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, ‘খুনি ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েজ করতো তার পিতার নাম জুড়ে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি।’

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, ‘আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি। আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি। তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল।’

উল্লেখ্য, ৫ আগস্টে সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখা হচ্ছে। তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম বিজয়-২৪ রাখা হয়েছে।

এছাড়া গত নভেম্বরের ১৮ তারিখে, বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাপ্তরিকভাবে নাম পরিবর্তনের আশ্বাস দেন।

(ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি
অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
টাঙ্গাইলে লেবুবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ 
বিস্ফোরক মামলা: কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ জওয়ান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা