কুমিল্লায় চাঁদা না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কুমিল্লায় চাঁদা না দেয়ায় সাদেক আলী খন্দকার (৫৭) নামে এক বৃদ্ধকে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর শহরতলী চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী খন্দকার নগরীর দক্ষিণ চাঁনপুর খন্দকার বাড়ির মৃত মত্তোজ আলী খন্দকারের ছেলে। তিনি ঢাকা মিরপুরের বাসিন্দা এবং সেখানে একটি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সাদেক আলী খন্দকার নগরীর উত্তর চাঁনপুরে একটি জমি ক্রয় করেন বাড়ি নির্মাণ করার জন্য। বাড়ি নির্মাণ নিয়ে স্থানীয় বিল্লাল হোসেনসহ কয়েকজন যুবক তার কাছে চাঁদা দাবি করেন। বুধবার তিনি ঢাকা থেকে বাড়ি এসে বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানী জামালের দোকানে গেলে বিল্লাল হোসেন, রিজন, রনি, জামাল ও মোতালেবসহ কয়েকজন যুবক তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সাদেককে ইট এবং হাতুড়ি দিয়ে তারা আঘাত করে। আহত অবস্থায় তিনি দাঁড়িয়ে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে ওখানে তাকে ইট, কাঠ এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনের স্ত্রী, দুই মেয়ে এবং দুই যুবককে আটক করা হয়েছে। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন