‘কুমার নদীর হারানো বৈচিত্র্য ফিরিয়ে আনা হবে’

সাজ্জাদ হুসাইন, ফরিদপুর
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮

‘ফরিদপুরের কুমার নদীর হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে’ বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। তিনি বলেছেন, ‘শিগগির ফরিদপুরের ৭৪ কি.মি. কুমার নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে জরিপের কাজ প্রায় শেষের দিকে। প্রায় ২২৯ কোটি টাকা ব্যয়ে কুমার নদী খনন করে এ নদীর হারানো বিচিত্র্য ফিরিয়ে নেয়ার কাজও প্রক্রিয়াধীন রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে জেলা নদী রক্ষা কমিটির সভায় তিনি এ কথা বলেন। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন।

ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :