মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২৪, ২০:৪৮
বামে রেজাউল করিম ডানে লাজলু রহমান।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপি মনোনয়নপত্র পূরণে ভুল থাকায় যাচাই বাছাইকালে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হাই জকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে রেজাউল করিম বাবুল ঋণ খেলাপি ভাইস চেয়ারম্যান পদে লাজলু রহমান তার মনোনয়নপত্র পূরণে ভুল করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম। তবে এর বিরুদ্ধে দুই প্রার্থী আপিল করবেন বলে জানিয়েছেন।

এর আগে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সদস্য রেজাউল করিম বাবুল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকত মিয়া লাজলু রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী চাঁদ সুলতানা, রুবি আক্তার কণা মাহবুবা শাহরীন।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে খিচুড়িভোজ করালেন ট্রাম্পের ছেলের বন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু 

চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুরে পেলো প্রাণ ‘মরা ইটেরপুল খাল’ 

জলাতঙ্কের টিকা নেই এক মাস, বাইরে বেশি দামে বিক্রি

পাবনায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অডিও

এই বিভাগের সব খবর

শিরোনাম :