কোকোলার গাড়িতে ৭৫ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৫| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬
অ- অ+

চাঁদপুর সদর উপজেলায় কোকোলা ফুড প্রোডাক্টেসের একটি কাভার্ডভ্যান থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফোর্স নিয়ে ফেরি ঘাট এলাকায় অবস্থান নেই। রাত সাড়ে ৩টার দিকে কোকোলা ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ঠ-১১-২২৩৩) টি ফেরিঘাট এলাকায় আসলে তাতে অভিযান চালানো হয়। অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযানে পুলিশকে স্থানীয় জনতা সহায়তা করে।

ওসি আরও জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে শরীয়তপুর যাচ্ছিল। গাড়ির চালক আসলাম ও হেলপার আফছার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গাড়িতে থাকা অপর যুবক শিমুল শেখ (২৫) কে পুলিশ আটক করেছে। সে বাগেরহাটের রামপাল এলাকার মজিব শেখের ছেলে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম হওয়ার বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
প্রকৃতি ঠিক রেখেই পার্বত্য চট্টগ্রামের বাস্তবমুখী উন্নয়ন করা হবে: সুপ্রদীপ চাকমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা