ভাড়া নিয়ে বিতণ্ডা, অটোচালকের ছুরিকাঘাতে যাত্রী খুন
কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মো. মাসুম বিল্লাহ নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার আপন ভাই শাসুদ আলম ও চাচাতো ভাই আবু সাঈদ।
বুধবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামের ঘটনাটি ঘটে।
নিহত মাসুম বিল্লাহ একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালক ও যাত্রীর মধ্যে এক ধরনের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে সিএনজি মাসুম বিল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে চায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যাকারীকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হত্যার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন