মাদারীপুরে ১ টন জাটকাসহ পিকআপ জব্দ
মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮
মাদারীপুরে এক টন জাটকাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব। এসময় দু’জনকে আটক করা হয়।
শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রেজাউল ইসলাম। তিনি যশোর জেলার মনিরামপুর থানার মোহনপুর গ্রামের নেজার আলী সরদারের ছেলে। অন্যজন হলেন- তপন দাস তিনি একই উপজেলার আকবা গ্রামের সুনীল দাসের ছেলে।
মাদারীপুর র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করেন।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন