গজারিয়ায় সড়কে প্রাণ গেল এনজিও কর্মকর্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম প্রণব সাহা।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী প্রণব সাহা ব্যুরো টাঙ্গাইল নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তিনি এনজিওটির কুমিল্লার গৌরিপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই ) মো. আবুল হাশেম মুন্সী জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন প্রণব। মেঘনা-গোমতী সেতুর ওপর ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন