মানিকগঞ্জে বাস চলাচল বন্ধ
সড়ক দুর্ঘটনা মামলায় একজন ট্রাকচালকের মৃত্যুদণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জেও ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জের অভ্যন্তরীন সড়কগুলোতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
জেলার পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকাগামী সব ধরনের যাত্রীবাহী বাস সকাল থেকে বন্ধ। শ্রমিকরা তালা ঝুলিয়ে দিয়েছে বাস কাউন্টারগুলোতে। জেলা শহরসহ অন্যান্য উপজেলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।
জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানান, ফেডারেশনের ডাকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এর আগে মানিকগঞ্জের আদালতে তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত মামলায় একজন বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বাস ধর্মঘট পালন করছিলেন পরিশ্রমিকরা। সরকারি পর্যায়ে বৈঠকের পর সেই ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ওই বৈঠকের সময় আসে ট্রাকচালকের মৃত্যুদণ্ডের খবর।
সাভারের একটি সড়ক দুর্ঘটনার মামলায় সোমবার ঢাকার আদালতে মৃত্যুদণ্ডের রায় হয় ট্রাকচালকের।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/মোআ)
মন্তব্য করুন