কিশোরগঞ্জে কৃষক হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ২০:০৭
অ- অ+

কিশোরগঞ্জে কৃষক দুলাল মিয়া হত্যাকরীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশগ্রহণ করতে তাড়াইল থেকে কয়েকশত নারী পুরুষ শহরে আসেন।

মানববন্ধনে বক্তৃতা করেন নিহতের ছেলে বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা ফয়েজ ওমান খান, নুর খান রিমন, আবু কালাম বিল্লাল হোসেন বিপ্লব প্রমুখ।

ঘটনার প্রায় এক মাস পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

আসামিরা নিহত দুলালের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও জানান দুলালের পরিবারের সদস্যরা। মানববন্ধন থেকে তারা চিহ্নিত আসমি যুবলীগ নেতা সোহরাব ও ছোট মিয়াসহ সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামের কৃষক দুলাল মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রামের যুবলীগ নেতা সোহরাব ও ছোট মিয়াসহ কয়েকজন মিলে কুপিয়ে গুরুতর আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে মারা যান দুলাল মিয়া।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় সোহরাব, ছোটমিয়াসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধার চরাঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে: মঞ্জু
বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা