প্রতিদিন ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা কার্যক্রম বন্ধ

শাহানুর আলম, ঝিনাইদহ
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭
অ- অ+

সফটওয়ার উন্নয়ন কাজের কারণে ঝিনাইদহে ১৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় ঝিনাইদহের ছয়টি সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্র্রি বন্ধ রয়েছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিদিন সরকার হারাচ্ছে ৫০ লাখ টাকার রাজস্ব।

চরম পর্যায়ে পৌঁছায়েছে। আর ১৫ দিনে সরকার সাড়ে ৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। জমি কেনাবেচা না করতে পেরে মানুষ নানাবিধ সংকটে পড়েছে।

ঝিনাইদহ জেলা রেজিস্ট্র্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস এলে ঝিনাইদহ জেলায় জমি কেনাবেচা বাড়ে। সেই হিসেবে প্রতিদিন গড়ে ছয়টি সাবরেজিস্ট্রি অফিসে ৫০০টি করে দলিল রেজিস্ট্রি হয়, যা থেকে সরকারের কোষাগারে জমা হয় প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু গত ১৫ দিন ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহণ বন্ধ। এই সময়ে সরকার সাড়ে ৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

মহেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হাসিবুর রহমান জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। প্রতিদিনই মানুষ রেিিজস্ট্রি করতে এসে ফিরে যাচ্ছে।’

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কৃতান্ত বিশ্বাস বলেন, ‘ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে।’

জরুরি প্রয়োজন মেটাতে জমি বিক্রি করতে চান হারুন মোল্লা নামে এক জমির মালিক। তিনি জানান, ১৩ দিন আগে নামপত্তনের আবেদন করেছিলেন। কিন্তু ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় খাজনা দেওয়ার কাজটি শেষ করতে পারছেন না। ফলে জমির নামজারি হচ্ছে না।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিল জানান, সফটওয়ার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকতে পারে। আবার কোনো কোনো সময় কাজও করছে। জমির মালিকদের সাময়িক অসুবিধা হচ্ছে, দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু 
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা