নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়লো ৭ দোকান

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের চর ঘাসিয়ার জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের সাতটি দোকানে থাকা মূল্যবান মালামাল, নগদ অর্থ পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চরঘাসিয়ার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীত থাকায় চরের ব্যবসায়ীরা রাত ৯টার দিকে দোকানপাট বন্ধ করে যে যার বাড়িতে চলে যায়। রাত ৩টার দিকে জনতা বাজারের আশপাশের লোকজন বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা কোনো কাজে আসেনি। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের একটি ফার্মেসি, একটি মুদি ও বিভিন্ন মালামালের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মো. সুজন নামের স্থানীয় একজন বাসিন্দা জানান, এটি বিচ্ছিন্ন চর হওয়ায় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনার পরপর বেশি মানুষ এগিয়ে আসতে না পারার কারণে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। চরে বিদ্যুৎ, ফায়ার সার্ভিস কিছুই নেই। আগুনে যে ক্ষতি হয়েছে সরকারি সহযোগিতা ছাড়া চরের ব্যবসায়ীদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।
(ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন