সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে ৮ দশমিক ৭ ডিগ্রিতে।
শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৮ শতাংশ।
তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।
(ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন