জঙ্গিদের দমনে বিএনপির অন্তর্জ্বালা করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ০৯:১৪| আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৩:০৬
অ- অ+
ফাইল ছবি

বিএনপির মদদ দেয়া জঙ্গিদের দমন করায় তাদের অন্তর্জ্বালা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নারীসহ সন্দেহভাজন পাঁচজন জঙ্গি নিহত হয়। পরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছেন, এই অভিযান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে রহস্য রয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেছিলেন, ‘আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐক্যমত সৃষ্টি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে।’

মির্জা ফখরুলের বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে, আর তাদের মদদ দিচ্ছে। আর সরকার জঙ্গিবাদ দমন করছে। এজন্যই বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই হবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমাদের মূল শপথ।’ তিনি জানান, ‘আমরা জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো। এ উপলক্ষে এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

ঢাকাটাইমস/১৭মার্চ/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সব সমাধান বিকাশ-এ’: সাড়া ফেলেছে আলী হাসানের নতুন র‍্যাপ 
ডাচ্-বাংলা ব্যাংকের কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা