‘মনে হয় আমাকে সবাই ভুলেই গেছে’

ক্রিকেটকে ছেড়ে দীর্ঘ তিনটি বছর নিষেধাজ্ঞার খড়গ নিয়ে পথ চলতে হয়েছে তাঁকে। ভুলের মাশুল হিসেবে ভক্তদের গালমন্দ শুনেছেন একাধিকবার। কেঁদেছেন মনের অজান্তে। এতসব হতাশা আর কষ্টকে বুকে চেপে শেষমেশ গত বছরের ১৩ আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি মিলেছিল তাঁর। বলছিলাম সাবেক টাইগার দলনেতা মোহাম্মদ আশরাফুলের কথা।
জাতীয় দলে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আশরাফুল। মাঝে বেশ কয়েকদিন ধরে ফেইসবুকে দেখা যায়নি তাঁকে। তবে আবারও ফেইসবুকে ফিরেছেন আশরাফুল। ফিরেই ভক্তদের উদ্দেশ্যে খানিকটা অভিমানী কণ্ঠে বললেন, ‘অনেক দিন পর ফিরলাম। সবাই কেমন আছেন? মনে হয় আমাকে সবাই ভুলেই গেছে।’
এদিকে সবশেষ রাজবাড়ীর পাংশা উপজেলায় মাঠে দেখা গেল আশরাফুলকে। যেখানে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। শূন্য রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন আশরাফুল। তবে তিনি ভালো না করলেও তাঁর দল জিতেছে। টানটান উত্তেজনার ম্যাচে আশরাফুলের দল ১ রানে কালুখালী উপজেলার মৃগী ক্রিকেট একাদশকে পরাজিত করে।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েও ব্যাট-বলকে বিদায় বলেননি তিনি। ব্যক্তিগতভাবে চালিয়ে গেছেন অনুশীলন। খেলেছেন দেশের বাইরেও।
প্রসঙ্গত, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও।
(ঢাকাটাইমস/১৭মার্চ/জেইউএম)

মন্তব্য করুন