মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ১৯:৪৮
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগে গোসাইপুর ইউপি চেয়ারম্যান এস এম জুবায়েরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সদস্যরা।

রবিবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা জাহান আলী মেম্বার, শাজাহান মিয়া, আসাদ মিয়া প্রমুখ।

এদিকে গোসাইপুর ইউপি চেয়ারম্যান এস এম জুবায়ের বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম ১০ টাকা কেজি দরের চাল বিতরণের ডিলার। তিনি চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করতে চাইলে বাধা দেয়া হয়। এরই জের ধরে তিনি আমার বিরুদ্ধে মিছিল করে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। এমনকি রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আমাকে অপমান করা হয়েছে।

তবে স্থানীয়রা বলছেন, বিষয়টি নিয়ে ক্রমেই মুক্তিযোদ্ধা বনাম ইউপি চেয়ারম্যানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা