এরশাদের নতুন জোটের ঘোষণা ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:৫৭ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৫:৫৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আগামী ১৫ এপ্রিল আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। এ ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। কেউ চাইলে এই জোটে শরিক হতে পারে বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওলাদার জানান এসব কথা।

জাপা মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে নির্বাচনের লক্ষে জাতীয় পার্টি প্রার্থী বাছাইয়ের কাজ করে যাচ্ছে। জোট গঠনের জন্য বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা চলছে। আশা করছি আগামী মাসের ১০ তারিখের মধ্যে আলোচনা শেষ হবে এবং ১৫ তারিখের মধ্যে জোটভুক্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।’ এজন্য রাজনীতিতে কার কী অবদান সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান রুহুল আমিন হাওলাদার।

রুহুল আমিন হাওলাদার জানান, চেয়ারম্যান এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের ৩২ জন প্রেসিডিয়াম সদস্যের উপস্থিতিতে নতুন জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

জাপা মহাসচিব বলেন, ‘এরই মধ্যে ৩৫টি দলের সাথে আলোচনা হয়েছে। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত হয়নি। অনেকে ফ্রন্ট করে এসেছে। ১০টি দল নিয়ে একটি জোটও আছে আলোচনায়। এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে।’

হাওলাদার বলেন, ‘আমরা আবারো বসব এবং যেসব দলের গ্রহণযোগ্যতা এবং গণভিত্তি আছে আমরা তাদের নেব।’ কোনো দল এই জোটে যুক্ত হতে চাইলে সুযোগ আছে বলে জানান জাপা মহাসচিব।

আগামী নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৮০০ জনের মতো প্রার্থীর তালিকা আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’

সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রুহুল আমীন হাওলাদার বলেন, ‘জঙ্গিবাদ, নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস আমাদের দল কখনো গ্রহণ করেনি। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন এটি একটি চলমান প্রক্রিয়া, যা সব সরকারের সময়ই আছে। ‘

জাপা মহাসচিব বলেন, ‘জনবহুল দেশ হিসেবে এই ঘটনা অস্বাভাবিক কিছু না। দলের পক্ষ থেকে আমি বলব, এ ব্যাপারে সরকার যেন সচেতন থাকেন। আলোচনা-পর্যালোচনা করেন, অনুশীলন করেন, অনুসন্ধান করেন এবং এটার পরই যেন ব্যবস্থা নেন। যাতে করে কোনো কারণে সাধারণ জনগণকে কোনো হয়রানি বা পরিস্থিতির শিকার হতে না হয়।’

পুলিশ বা র‌্যাবের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি কি অস্বাভাবিক নয় এমন প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার বলেন, আশা করি সরকার বিষয়টি ভেবে দেখবে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :