ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১২:০৩

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই দল এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে দুইবার। আর পাকিস্তান জয় পেয়েছে পাঁচবার। গতবছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

কেনসিংটনের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে সাধারণত হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে। আজও তেমনটি হতে পারে বলে আশা করা হচ্ছে। আজ বিকেলের দিকে ব্রিজটাউনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, পুরো ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা নেই।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): চাঁদউইক ওয়ালটন (উইকেটরক্ষক), এভিন লিউইস, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড, জ্যাসন মোহাম্মেদ, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনিল নারিন, জ্যাসন হোল্ডার, স্যামুয়েল বাদরি, জেরোম টেইলর।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য): আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, সোহেল তানভীর, রুম্মন রইস, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :