ব্রাহ্মণবাড়িয়ায় সহস্র কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. হোসেন, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশকে নেতৃত্ব দেবে। তাদের সুযোগ্য নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে বিদ্যালয়ের পিএসসি, জেএসসি এবং এসএসসির প্রায় এক হাজার মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন