বিএনপির মরা গাঙে জোয়ার আসে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৬:৪৩ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৬:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিএনপি আজ দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা শুধু আন্দোলন আন্দোলন করে, কিন্তু তাদের আন্দোলনের মরা গাঙে জোয়ার আসে না।

বুধবার বিকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুরের উন্নয়নের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফরিদপুর ভালো থাকে। আওয়ামী লীগ না থাকলে ফরিদপুর অন্ধকারে তলিয়ে যায়।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন কি না জানতে চান। এরপর তিনি বলেন, ‘তাই আমরা বলব আর একবার দরকার, শেখ হাসিনার সরকার।’

দেশের উন্নয়নের জন্য মানুষ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কোথাও কোথাও আওয়ামী লীগের স্থানীয় দ্বন্দ্বের কারণে বিএনপি জয়ী হচ্ছে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে বসে বসে কিছু নেতা আছে মিথ্যাচার করছে, তারা প্যাথলজিক্যাল লায়ার। বিএনপি নেতারা বলছে, রোজার ঈদের পরে আন্দোলন হবে, কোরবানির ঈদের পরে আন্দোলন হবে। দিন যায় মাস যায়, বিএনপির আন্দোলনে মরা গাঙে আর জোয়ার আসে না। মানুষ বাঁচে আর কয় বছর, আন্দোলন হবে কোন বছর।’

ওবায়দুল কাদের বলেন, ‘তবে ভয় পাচ্ছি, বিএনপি আজ স্বাধীনতার শত্রু জঙ্গিবাদকে মদদ দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ করে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।’

শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছিল আমরা নাকি চুরি করেছি। বঙ্গবন্ধুর সাহসী কন্যা নিজেদের ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু আজ দৃশ্যমান করে দেখিয়েছেন। সেই সাহসিকতা কার? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার। এখন বিশ্বের শীর্ষ দশ নেতার একজন ফরিদপুরের সন্তান শেখ হাসিনা।’

দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর তাগিদ দিয়ে আওয়ামী লগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঘরের মধ্যে দ্বন্দ্ব করে নেত্রীর উন্নয়ন ম্লান করে দেবেন না। ক্ষুদ্র স্বার্থে দলের ক্ষতি করবেন না। দলের নিয়মশৃঙ্খলা যারা মানবেন না, তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নাই।’

ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, ফারুক খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :