এনএসআইয়ের যুগ্মপরিচালক হলেন মেজর ফিরোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৭, ২১:৪৯
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রওশনুল ফিরোজকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

একই প্রজ্ঞাপনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম পরিচালক মেজর মো. মাসুদ কবিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেয়া হয়েছে।

আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. জাহিদুল হককে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- জাহিদুল হককে ২০১৬ সালের ২৭ নভেম্বর হতে অতিরিক্ত সচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করা হলো।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এমএম/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য: র‌্যাব বিলুপ্তির প্রশ্নে ডিজি
‘আয়নাঘর’ ছিল র‌্যাবে, স্বীকার করে ডিজির দুঃখ প্রকাশ
হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
স্ত্রীর দেয়া পুঁজিতে খামার শুরু, এখন মাসে আয় লাখ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা