হোটেলে বসে ঘুষ নেওয়া সিআইডির পুলিশ সুপারকে শাস্তি দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১৫
অ- অ+

রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বসে ঘুষ নেওয়ার ঘটনায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারকে শাস্তি দিয়েছে সরকার। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন।

গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিহার রঞ্জন হাওলাদার ২০১৮ সালের মার্চে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বসে পাঁচ লাখ টাকা নগদ ও দশ শতাংশ জমি দাবি করেন। ভুক্তভোগী আব্দুর রহিমকে পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটায় অবস্থিত বেদখলীয় জমি দখল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ঘুষ দাবি করেছিলেন। পরে নিহার রঞ্জন হাওলাদার নিজের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে একই বছরের ২১ মার্চ তিন লাখ টাকা এবং ৪ এপ্রিল দুই লাখ টাকা নেন। এরমধ্যে ২২ মার্চ কুয়াকাটার বনানী প্যালেস হোটেলে গিয়ে মহিপুর থানা অফিসার-ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে ডেকে আব্দুর রহমানের বেদখলীয় জমি দখল করে দিতে চাপ দেন। বিষয়টি জানাজানি হলে নিহার রঞ্জন হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ডিআইজি কুসুম দেওয়ানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি এই পুলিশ কর্মকর্তার অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগের প্রমাণ পায়। তাই নিহার রঞ্জন হাওলাদারকে আগামী একবছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ'-এর দণ্ড দেয়। ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা