রংপুর-চট্টগ্রামসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
অ- অ+

রংপুর-চট্টগ্রামসহ দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পুলিশের বিভিন্ন ইউনিটের ১২ কর্মকর্তা এসব জেলায় দায়িত্ব পেয়েছেন।

জেলাগুলো হলো- রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কোন জেলায় কে এসপি হলেন

রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের মো. আবু সাইমকে। গাইবান্ধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রামে, পিবিআইয়ের কাজী আখতার উল আলমকে ময়মনসিংহে, এসবির মো. জাকির হোসেনকে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পিবিআইয়ের মো. শরিফ উদ্দীনকে বরিশালে, এসবির ফারজানা ইসলামকে রাজশাহীতে, পুলিশ সদর দপ্তরের ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এপিবিএনের নিশাত এঞ্জেলাকে গাইবান্ধায়, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের মো. আসলাম শাহজাদাকে হবিগঞ্জ জেলায়, পিবিআইয়ের এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় এবং এসবির মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা