পাকুন্দিয়ায় কুয়েতের সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আল আনসারী কুয়েতি সংস্থার আর্থিক সহযোগিতায় নির্মিত মসজিদ ও মাদ্রাসার ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির বাস্তবায়নে উপজেলার সৈয়দগাঁও বড় মসজিদ ভবন ও সৈয়দগাঁও নূরুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ভবন দুটি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন- কুয়েতের বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ আহমাদ আল আনসারী, কুয়েতের শিল্পপতি দাউদ মুহাম্মদ আল আনসারী ও খালিদ আব্দুল্লাহ আল আনসারী, কুয়েত নাজাত চ্যারিটির অফিসার আহমাদ জাসিম আল কাস্সার।
এ সময় উপস্থিত কুয়েতি অতিথিদের বক্তব্য বাংলায় অনুবাদ করেন- কুয়েত নাজাত চ্যারিটির বাংলাদেশ এতিম বিভাগের প্রধান মাওলানা আবদুল হালিম।
এ সময় কুয়েতী অতিথিরা বক্তব্যে বলেন, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাসিক খরচ ও মসজিদ উন্নয়নের জন্য ভবিষ্যতে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন