কওমির স্বীকৃতির বিরুদ্ধে মাঠে নামছে আহলে সুন্নাত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:১৮| আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:৩৫
অ- অ+
ফাইল ছবি

কওমি শিক্ষা সনদের স্বীকৃতির বিরুদ্ধে মাঠে নামার কথা জানিয়েছেন ধর্মভিত্তিক সংগঠন আহলে সুন্নাত আল জামাআত। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা জানান।

সংগঠনটির এ নেতা চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় কর্মরত। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা প্রত্যাহার দাবি জানিয়ে বলেন, এ স্বীকৃতি সুন্নিয়তের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র।

মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাত আল জামাআত আগামী দুই দিন সোম ও মঙ্গলবার সব জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন করবে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।

এরপরও যদি স্বীকৃতি প্রত্যাহার করা না হয় তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আহলে সুন্নাত আল জামাআত।

আহলে সুন্নাত ওয়াল জমাআতের সদস্যসচিব বলেন, ওহাবি-দেওবন্দি মতাদর্শের বেসরকারি কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতির ঘোষণা দিয়ে সরকার জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। তারা কখনো সরকারি আনুগত্য ও নিয়ম মানেনি। তাদের শিক্ষা কার্যক্রম সরকার অনুমোদিত নয়।

মোছাহেব উদ্দিন বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর থেকে যাদের নির্মমভাবে পিটিয়ে তাড়ানো হয়েছিল, সেই তাদেরই সরকারের এই পুরস্কারের ঘোষণা রীতিমতো হতাশাব্যঞ্জক। সরকারের এ উদ্যোগকে ষড়যন্ত্রমূলক আঁতাত বলেও মন্তব্য করেন তিনি।

সরকার হেফাজতে ইসলামকে সবকিছুতেই ছাড় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মোছাহেব উদ্দিন বলেন, ‘অথচ হেফাজতের ভেতরেই রয়েছে জঙ্গিবাদ। দেশের আনাচে-কানাচে জঙ্গির বিস্তার ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলে কওমি শিক্ষা সনদের স্বীকৃতি আদায়ে বাধ্য করা হয়েছে। কিন্তু আহলে সুন্নাতের সব কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার।’

কোনো রকম সংস্কার ছাড়াই কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি দেয়ার ঘোষণা মাদ্রাসার শিক্ষার্থীদের আলিয়া মাদ্রাসা ছেড়ে উগ্রপন্থন্থী কওমি মাদ্রাসামুখী করবে বলে মন্তব্য করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের মাদ্রাসা শিক্ষানীতি বড়ই রহস্যময়। নতুন স্বীকৃতির ফলে আলিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হবে এবং কওমিদের উগ্রশক্তি বৃদ্ধি পাবে, যা সুন্নিয়তের বিরুদ্ধে সরকারের চক্রান্ত এবং ওহাবি-সালাফিদের প্রতি অনুগ্রহ হিসেবে বিবেচিত হবে।’

আহলে সুন্নাত নেতারা আলিয়া মাদ্রাসা শিক্ষা সংকোচন নীতি ও কওমি শিক্ষা সনদ প্রত্যাহারের দাবিতে সোম ও মঙ্গলবার জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং ২০ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে এ সময় আরও কথা বলেন, বাংলাদেশ ইসলামী ফন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, মাওলানা স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ মাওলানা ইছমাইল নোমানী, কাজী সোলাইমান চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা শফিউল আলম আজিজি, অধ্যাপক আনোয়ার হোসাইন, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসাইন, আলহাজ নঈম উল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, নাছির উদ্দিন মাহমুদ, শফিউল আলম চৌধুরী, ফোরকানুল আলম চৌধুরী, শফিউল আলম শফি, সৈয়দ মুহাম্মদ আবু আজম, জি.এম শাহাদত হোছাইন মানিক, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, আব্দুল করিম সেলিম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, খোরশেদুল ইসলাম সুমন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, হাফেজ মুহাম্মদ এনাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/আইকে/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা
ঢাকা টাইমসে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
এনসিএলে ৯১ রানের ঝড়ো ইনিংস তামিম ইকবালের
সিংগাইরে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা