ভিডিও কনফারেন্সে অভিযুক্ত শিশুদের আদালতে হাজিরার উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ১৬:১১
অ- অ+

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সরকার ও আদালত চাচ্ছে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করতে। তবে বিচারের জন্য একজন শিশুকে অবশ্যই আদালতে হাজির করতে হয়, যেটা অনেকটাই দুরূহ। এ লক্ষ্যে নিবাসে বসবাসকারী অভিযুক্ত শিশুরা যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে যুক্ত হতে পারে সে ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, নিবাসে বসবাসকারী শিশুরা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, অনেকেই আবার নিরপরাধ। তাই অপরাধের মাত্রা অনুযায়ী শ্রেণি বিন্যাস করে নিবাসীদের আলাদা আলাদাভাবে রাখতে হবে। এছাড়া আলাদাভাবে খেলাধূলার ব্যবস্থা করতে হবে।

রিয়াজুল হক বলেন, এখানে চারশ’র মতো নিবাসী আছে, তাদের চিকিৎসার জন্য একজন চিকিৎসক নিয়োগ অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী, মানবাধিকার কমিশনের পরিচালক শরীফ উদ্দিন, সহকারী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে মানবাধিকার কমিশন চেয়ারম্যান নিবাসের বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে দেখেন এবং বন্দী শিশুদের সাথে কথা বলেন।

(ঢাকাটাইস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা
ঢাকা টাইমসে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
এনসিএলে ৯১ রানের ঝড়ো ইনিংস তামিম ইকবালের
সিংগাইরে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা