ফরিদপুরে পৃথক সংঘর্ষে আহত ৩৫
ফরিদপুরে বোয়ালমারী ও নগরকান্দায় উপজেলায় পৃথক সংঘর্ষে কমপক্ষে ৩৫জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর, বোয়ালামারী ও নগরকান্দা হাসপতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুজিবর রহমান সরদার ও মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার রাতে ময়েনদিয়া বাজারে মুজিবর সরদারের লোকজনকে মান্নান মাতুব্বরের লোকজন মারধর করে। এর জের ধরে শুক্রবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা হামলা চালায় মুজিবর সরদারের লোকজন। এতে ২৫জন আহত হয়। এছাড়া বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর করে হামলাকারীরা।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইটের আঘাতে বোয়ালমারী থানার এসআই জাকির হোসেনসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
অপরদিকে জেলার নগরকান্দা উপজেলায় বৃহস্পতিবার একটি শালিসকে কেন্দ্র করে ছাগলদি গ্রামের সূর্য মাতুব্বরের সঙ্গে পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলুর কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন